সবাইকে আমার সালাম । আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লিখতেছি । আজ এর পর্ব ৮ লিখতে যাচ্ছি ।
আজ আমি আমাদের ওয়েবসাইটে বাংলা ভাষা কিভাবে ইন্সটল করতে হবে সেই বিষয়ে লিখব । তবে যারা ওয়ার্ডপ্রেস ব্লগ/সাইটকে ইংলিশ করতে চান তাদের জন্য এই পোস্ট না। ত কিভাবে করবেন আপনার ব্লগ ওয়ার্ডপ্রেস বাংলায় রুপান্তর তার বর্ননা নিম্নে দেওয়া হল ।![সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | WRITER WRITER সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | Techtunes](http://s.techtunes.com.bd/tDrive/tuner/fahim-reza-badhon/43385/WRITER.jpg)
১ম ধাপ
প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস এখান যান এখানে ২টি ফাইল পাবেন তা একটি bn_BD.mo এবং অন্যটি bn_BD.po। থেকে bn_BD.mo ফাইলটি ডাউনলোড করে নিন । এখানে bn_BD.po ফাইলটি ডাউনলোড করে Poedit দিয়ে আপনার পছন্দ মত শব্দ ব্যবহার করতে পারবেন ।
২য় ধাপ:
এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
৩য় ধাপ:
এবার আপনার File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।
৪র্থ ধাপ :
online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।
৫ম ধাপ :
htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করার পর wp-config ফাইলটি ডাউনলোড করে নিন। এবার এটি যে কোন text editor বা Notepad দিয়ে অপেন করুন এ open করুন ।
৬ষ্ট ধাপ :
এবার define (‘WPLANG’, ”); খুঁজে বের করুন এবং এখানে WPLANG এর পরে (“) চিহ্ন দুটির মাঝে bd_BD লিখুন ।এরকম হবে define (‘WPLANG’, ‘bn_BD’);। এবার ফাইলটি সেভ করে wp-config.php করুন । তারপর wp-config ফাইল্টা মুছে ফেলে আপনার সেভ করা ফাইল টা আপলোড করে দিন ।
৭ম ধাপ
এবার আপনি wp-content বা wp-includes ফোল্ডারের ভেতরে প্রবেশ করুন। এবং তার ভি ভেতরে languages নামে একটি ফোল্ডার তৈরী করুন । তার ভিতর আপনার ডাঊণলোড করা bn_BD.mo ফাইল টা languages ফোল্ডারের ভেতরে আপলোড করুন। ব্যস কাজ শেষ ।
আপনি যদি সম্পুর্ন কাজ টি সঠিক ভাবে করতে পারেন তাহলে নিচের স্কিনশর্ট টার মত দেখাবে ।
![সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | 11 11 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | Techtunes](http://www.blog.techtodaybd.com/wp-content/uploads/2010/12/11.png)
![সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | 21 21 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | Techtunes](http://www.blog.techtodaybd.com/wp-content/uploads/2010/12/21.jpg)
![সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | 31 31 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | Techtunes](http://www.blog.techtodaybd.com/wp-content/uploads/2010/12/31.jpg)
![সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | 32 32 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | Techtunes](http://www.blog.techtodaybd.com/wp-content/uploads/2010/12/32.jpg)
![সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | 12 12 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | Techtunes](http://www.blog.techtodaybd.com/wp-content/uploads/2010/12/12.jpg)
![সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | 24 24 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল | Techtunes](http://www.blog.techtodaybd.com/wp-content/uploads/2010/12/24.jpg)
0 comments:
Post a Comment