Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সবাকে আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা আরাম্ভ করলাম। আশা করি সবাই ভালই আছেন । আমিও আল্লাহ এর অশেষ রহমতে ভালই আছি । আমি আমার ধারাবাহিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এর ১২ নং পর্ব লিখতে যাচ্ছি। আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০ প্লাগিন । এই ১০টি প্লাগিন আপনার ব্লগ এর জন্য অনেক প্রয়োজনীয় তা এগুলো আপনার সংগ্রহে রাখুন । প্লাগিন কিভাবে ইনস্টল করবেন তা জানতে এই পোস্ট টা পড়ুন । [বিঃ দ্রঃ আমি ১ মাসের জন্য ঢাকার বাইরে যাচ্ছি তাই এই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এর বাকী পর্ব গুলো পেতে ১ মাস অপেক্ষা করতে হবে ]

images সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

নিচে আমি এক এক করে ১০টি প্লাগইন এই নাম , বর্ননা ও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম

১) ওয়ার্ডপ্রেস প্লাগিন (BanglKB)

BanglaKB হল বাংলা লেখার একটি স্ক্রীপ্ট । আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে আপনি এই স্ক্রীপ্ট ব্যবহার করতে পারবেন। এটা আপনি ব্লগে মন্তব্য করার সময় ব্যবহার করতে পারবেন। BanglaKB ডেভেলপার এস এম ইব্রাহিম লাভলু। তার ব্লগ এর ঠিকানা এখানে । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

banlgakb 300x173 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

২)ওয়ার্ডপ্রেস প্লাগিন (Bangla Date)

আপনারা যারা বাংলা ব্লগ বানিয়েছেন শুধু তাদের জন্য এই প্লাগিন । আপনারা হয় দেখে থাকবেন পোষ্টের নিচে তারিখ ইংরেজি দেখায় , আপনি ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলা করার পর ও এটা এমনি দেখায়। আপনি যদি প্লাগিন টি ব্যবহার করে তাহলে এটা অটোমেটিক বাংলা হয়ে যাবে। এই প্লাগিন টি তৈরী করেছে একুশে । একুশে ও Bangla Date প্লাগিন সম্পর্কে জানতে এখানে ভিজিট করুন

bangladate 003 300x133 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

৩)ওয়ার্ডপ্রেস প্লাগিন (All in One SEO Pack)

সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পেতে এই প্লাগিন টি ব্যবহার করা হয় । এটা অনেক জনপ্রয়ি একটা প্লাগিন । All in One SEO Pack অটোমেটিক আপনার ব্লগের পোষ্টগুলোকে সার্চ ইঞ্জিনে সাবমিট করে। এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

16 All in One SEO সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

৪)ওয়ার্ডপ্রেস প্লাগিন (Contact form 7 )

আপনার ব্লগে যোগাযোগ নামে পেজ এ প্লাগিন টি ব্যবহার করতে পারবেন । এর মাধ্যমে আপনার কে সহজেই যে কেউ মেইল করতে পারবে । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

৫)ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP-DB-Backup )

অনেক সময় আপনার ব্লগ এর হোস্টিং সাপেন্ড হতে পারে। তখন কি করবেন । আপনি এই প্লাগিন ব্যবহার করে আপনার ব্লগ এর সকল কিছু ব্যাক-আপ দিয়ে রাখতে পারবেন । তাই হোস্টিং সাস্পেন্ড হলে বা ব্লগ এর কোন সমস্যা হলে আপনি আপনার ব্যাক-আপ ফাইল ব্যবহার করতে পারবেন । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

৬)ওয়ার্ডপ্রেস প্লাগিন (Sidebar Login)

এই প্লাগিন আপনার ব্লগ ব্যবহার করলে আপনার ব্লগ যে কেউ সহজে রেজি এবং লগইন করতে পারবে । এই আপনার Sidebar থাকবে । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

sb সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

৭)ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP PageNavi )

পেজ নেভিগেশন এর জন্য অনেক প্লাগিন আছে। তার মধ্যে সহজ ব্যবহার যোগ্য একটি প্লাগিন হল Wp-PageNavi। Index.php , Archive.php একটি মাত্র php কোড বসিয়ে দিয়ে আপনি আপনার ব্লগে পেজ নেভিগেশন সুবিধাটি যুক্ত করতে পারবেন। php কোড এখানে । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

wp pagenavi 300x163 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

৮)ওয়ার্ডপ্রেস প্লাগিন (WordPress Post Ratings)

এই একটা অনেক ভাল মানের প্লাগিন । এটি ব্যবহারে এর ফলে আপনার ব্লগ কোন পোস্ট ভিজিট এর কাছে কেমন লাগলো তা ভিজিটর এর দেওয়া রেটিং দেখে বুঝতে পারবেন ।এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

pr 300x266 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

৯)ওয়ার্ডপ্রেস প্লাগিন (Twittle tools )

এই প্লাগিন ব্যবহারে ফলে আপনার ব্লগ এ যেকোন পোস্ট হওয়ার সাথে সাথে আপনার টুইটার একাউন্ট এ আপডেট পেয়ে যাবে আপনার টুইটার ফ্লোয়ার রা । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

tw 300x97 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

১০)ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP Polls )

এর আর একটা কাজের প্লাগিন । এর মাধ্যমে আপনি আপনার ব্লগ ভোট এর ব্যবস্থা করতে পারবেন । এটা ব্যবহার করা খুবেই সহজ । এটা ডাউনলোড ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

poll 232x300 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১২] ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য প্রয়োজনীয় ১০টি প্লাগিন  | Techtunes

0 comments: