Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

ব্লগে নিয়মিত পোষ্ট করেন আপনি। আপনার পোষ্টগুলো আগ্রহের সাথে পড়ে সবাই। আপনি জানতে পারছেন কোন দিনে কোন পোষ্ট কতবার পড়া হয়েছে?

যারা একটু অভিজ্ঞ তারা বলবেন "অবশই পারি"

হ্যা, পারা যায়। ড্যাশবোর্ডের পোষ্ট অপশন থেকে।

কিন্তু যদি আপনি চান ভিজিটর দেখুক যে আপনার কোন পোষ্ট কতবার পড়া হয়েছে। তাহলে আপনাকে একটি প্লাগিন ব্যবহার করতে হবে। এই প্লাগিনটার নাম হল Wp-PostViews। এটা দিয়ে সহজেই আপনি প্রতিটি পোষ্টের নিচে তা কতবার পড়া হয়েছে তা যোগ করতে পারেন।

এই প্লাগিনটা এখান থেকে ডাউনলোড করুন

আপনি চাইলে আরও তথ্যের জন্য এর প্লাগিন পেজও পরিদর্শন করতে পারেন এখান থেকে।

এটিকে আপনি আগের নিয়মেই ইনষ্টল করুন।

সফলভাবে ইনষ্টল হলে আপনি Settings মেন্যুতে Post Views নামে একটি মেন্যু পাবেন। এখানে ক্লিক করলে নিচের মত আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-20.gif

এখানে চিত্রে দেওয়া এর মত কনফিগার করে সেভ করুন।

না মশাই এখনও হয়নি। আরেকটু কাজ বাকী। এটাকে মূল পাতাতে সক্রিয় করার জন্য আপনাকে মেইন ইনডেক্স ফাইলটি একটু এডিট করতে হবে। সেজন্য Appearance > Editor এ যান। ডান পাশে আপনার থিমের ফাইলগুলো দেখা যাবে। এখান থেকে Main Index Template এ ক্লিক করুন। তাহলে বামে বক্সে এই ফাইলটি দেখা যাবে। এখানে আপনি

< > ?php if(function_exists('the_views')) { the_views(); } ?

চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-22.gif

তারপর Update File এ ক্লিক করুন। এবং ব্লগ ভিজিট করে দেখুন। প্রত্যেকটি পোষ্টের নিচে কতবার পড়া হয়েছে তা হলে আসছে।

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-23.gif

0 comments: