সূচনা কথা:
ট্যাগ কি তা তো আপনারা খুব ভাল করে জানেন। ট্যাগ হল আপনার পোষ্টের সাথে সম্পর্কিত ব্যবহৃত শব্দ। ট্যাগ দেখে ভিজিটর সহজেই আপনার ব্লগে করা পোষ্টগুলি দেখতে পারে। পোষ্টে যতগুলো ট্যাগ ব্যবহার করা হয় একই নামে ব্যবহার করলে তা আস্তে আস্তে বড় হতে থাকে। ভিজিটর সহজেই বুঝতে পারে আপনার ব্লগে কোন সম্পর্কে পোষ্ট সংখ্যা বেশী আছে। আবার পোষ্টে ট্যাগ ব্যবহার করলে সার্চ ইঞ্জিন থেকেও আপনি ভিজিটর পেতে পারেন। এজন্য পোষ্টে ট্যাগ ব্যবহার করা উচিত। আর ট্যাগ গুলো যদি একটা ফ্লাস ইফেক্টের মধ্যে ব্যবহার করা যায় তাহলে কেমন হবে?
বিবরণ:
তেমনি ট্যাগগুলো ফ্লাস অ্যানিমেশন ভাবে ব্যবহার করার জন্য সহজ এবং সুন্দর প্লাগিন হল WP-Cumulus। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসের ব্লগে অ্যানিমেশন ট্যাগ যুক্ত করতে পারবেন।
ডাউনলোড:
এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন।
অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।
ব্যবহার বিধি:ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। Settings মেন্যুতে wp-cumulus নামে একটি অপশন পাবেন।
এখান থেকে আপনি ট্যাগ ব্যবহার নিয়ন্ত্রন করতে পারবেন।
তারপর Appearance মেন্যু থেকে উইজেট এ যান। এখানে দেখুন wp-cumulus নামে একটি উইজেট আছে। এখান থেকে এই উইজেটটি ব্যবহার করুন।
তারপর আপনার ব্লগ ভিজিট করে দেখুন।
0 comments:
Post a Comment