Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:
আমি একটি ব্লগ করার চেষ্টায় আছি (সালেহ ভাইয়ের সহযোগিতায়) আজ হঠাৎ মনে হল ব্লগটিতে যদি চলতি সময় যোগ করা যায়তো কেমন হয় । খুজতে গিয়ে পেয়েও গেলাম । এবং সাথে সাথে আমার ব্লগে যোগ করে ফেললাম। আমার কাছে প্লাগ ইনসটি খুব সুন্দর লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম । প্লাগইন্সটিতে এনালগ ডিজিটাল সব ধরনের বেশ কিছু ঘড়ি আছে আপনার পছন্দমত আপনি যোগ করতে পারবেন।
বিবরণ:
এ কাজটি করার জন্য একটা কার্যকরী প্লাগিন হল Flash Clock Widget। এটি দিয়ে সহজেই আপনি আপনার ব্লগে ঘড়ি যুক্ত করতে পারবেন।
ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। তারপর Appearance মেন্যু থেকে উইজেট এ যান। এখানে আপনার অ্যাকটিভ করা প্লাগিনটির বদৌলতে Flash Clock Widget নামে একটি উইজেট পাবেন। এটিকে পূর্বের নিয়মে ব্যবহার করুন। এখানে আপনি অনেকগুলো (প্রায় ২৪ টি) ঘড়ির ষ্টাইল পাবেন।

0 comments: