Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

আপনার ওয়ার্ডপ্রেসের সাইটে আপনি ভিজিটর পান না? আসলে ভিজিটর অনেকভাবে আসে। যেমন: কোন সাইটের থেকে রেফার করে, আপনার প্রচার প্রচরণা থেকে এবং সার্চ ইঞ্জিন থেকে। এখন কথা হলো সার্চ ইঞ্জিন থেকে আপনার সাইটের কিভাবে আসবে? আর সার্চ ইঞ্জিন ই বা কিভাবে আপনার সাইট সম্পর্কে জানতে পারবে। যারা SEO (Search Engine Optimization) করেন তারা এ ব্যাপারে ভাল বলতে পারবেন। কিন্তু আপনি যদি SEO না জানেন তাহলে একটি প্লাগিন ব্যবহার করতে পারেন। এটি আপনার প্রতিটি পোষ্ট সার্চ ইঞ্জিন কে জানাতে সাহায্য করে।

প্রথমে আপনার ব্লগকে এখান থেকে গুগলে সাবমিট করুন।

বিবরণ:

তেমনি একটা কার্যকরী প্লাগিন হল All in One SEO Pack। এটি অটোমেটিক আপনার পোষ্টগুলোকে সার্চ ইঞ্জিনে সাবমিট করে।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। All in One SEO Pack নামে একটি অপশন পাবেন। চিত্রে দেখুন

এখানে আপনি আপনার সাইটের ইনফরমেশনগুলো দিন। যে গুলো বুঝতে পারছেন না সেগুলো ডিফল্ট যা আছে তাই রেখে দিন। তারপর Update Options এ ক্লিক করুন।

এটা অ্যাকটিভেট থাকলে নতুন পোষ্ট করলে এডিটর প্যানেলের নিচে নিচের মত দেখতে পাবেন।

এখানকার
Title: আপনার পোষ্টের শিরোনাম দিন।
Description: কি বিষয়ে লিখছেন তা সংক্ষিপ্ত করে ১৬০ অক্ষরে দিন।
Keywords (comma separated): আপনার পোষ্টের বিষয়বস্তুর সাথে মিলিয়ে কি-ওয়ার্ড লেখুন। একাধিক ব্যবহারের ক্ষেত্রে কমা (,) এবং তারপর একটি স্পেস দিয়ে আরেকটি কি-ওয়ার্ড লেখুন।
Disable on this page/post: এখানে ক্লিক করলে এটি আর পোষ্টে আসবে না।

0 comments: