Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

প্রাথমিক বকবকানিঃ

আপনি কষ্ট করে বিভিন্ন ভাবে একটি পোষ্ট করলেন আর তার পরদিনই দেখছেন যে, আপনার পোষ্ট অন্যজন কপি করে ফেলেছে! হ্যা…….. এমন ঘটনা হরহামেশাই ঘটছে।

এক্ষেত্রে আপনার কিছু করার নেই। তবে আপনি একটা প্লাগিন ব্যবহার করে চোরকে একটু পরিশ্রম করাতে পারেন। এই প্লাগিনটি ব্যবহার করলে আপনার ব্লগে কেউ রাইট ক্লিক করতে পারবে না। এমনকি কোন অংশ ব্লক বা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ চাপলেও ব্লক হবে না।

ডাউনলোড:

এটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আবার এর আপডেট পেতে এর প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

এটিকে ডাউনলোড করে আগের মত ইনষ্টল করুন।

ব্যবহার:

তাহলে আপনার ব্লগে WP-CopyProtect নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে নিচের মত অপশন প্যানেল ওপেন হবে।

এখানকার Disable right mouse click: এ টিক চিহ্ন দিয়ে দিন এবং নিচের টেক্সট বক্সে রাইট ক্লিক করলে যে ওয়ার্নিং আসবে তা দিন এবং নিচের Disable text selection: এ টিক চিহ্ন দিয়ে দিন। তারপর সেভ সেটিংস এ ক্লিক করুন।

0 comments: