Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

ওয়ার্ডপ্রেসের ব্লগের প্রথম পাতাতে ১০ টির বেশী পোষ্ট রাখা ঠিক না। কারন অনেক বেশী পোষ্ট রাখলে হোমপেজ ওপেন হতে দেরি হয়। এতে ভিজিটর বিরক্ত হতে পারেন। আর এটা আপনার সাইটের ভিজিটর কমিয়ে দেয়। আপনার ব্লগে যদি ১০০ টি পোষ্ট থাকে এবং আপনি যদি প্রতি পেজে ১০ টি করে পোষ্ট রাখেন তাহলে আপনার ব্লগের ইনডেক্স পেজের সংখ্যা হবে ১০ টি। এখন ধরুন একটি পাঠক আপনার ৩ নং পেজে যেতে চাইছেন। তাহলে আপনার ব্লগে যদি পেজ নেভিগেশন না থাকে তাহলে তার ওই পেজে যেতে অনেক দেরী হবে। আপনি খুব সহজেই আপনার ব্লগে পেজ নেভিগেশন যুক্ত করতে পারেন একটি প্লাগিনের সাহায্যে।

বিবরণ:

পেজ নেভিগেশন এর জন্য অনেক প্লাগিন পাওয়া যায়। তার মধ্যে সহজ এবং সিম্পলি একটি প্লাগিন হল Wp-PageNavi। শুধুমাত্র মেইন ইনডেক্স এবং আর্কাইভ পেজে একটিমাত্র কোড প্রবেশ করিয়েই এই প্লাগিনটির সাহায্যে আপনি আপনার ব্লগে পেজ নেভিগেশন সুবিধাটি যুক্ত করতে পারেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং পূর্বের নিয়মে ইনষ্টল করে অ্যাকটিভেট করুন। তারপর Settings মেন্যু থেকে PageNavi এ যান। দেখুন চিত্রের মত আসছে।

এখানে আপনি চাইলে চিত্রের মত বাংলা ব্যবহার করতে পারেন।

এখানে এডিট করে নিচের সেইভ চেইঞ্জ এ ক্লিক করুন।

এখনও কাজ শেষ হয় নি। এখন আমরা থিম ফাইলকে এডিট করব। সাধারণত পেজ নেভিগেশন দরকার হয় দুটে পেজে
১। Index.php
২। Archive.php

তাই Appearance থেকে Editor এ যান। ডানপাশ থেকে Main Index Template ফাইলটি নির্বাচন করুন এখানে নিচের কোডটি খুজুন (শেষের দিকে থাকে)

এটার ঠিক নিচে কোড দিন

?php if(function_exists('wp_pagenavi')) { wp_pagenavi(); } ?

তারপর ফাইলটি সেভ করুন।

কোন কোন থিম ফাইলে Older Posts, Newer Posts থাকতে পারে। সেক্ষেত্রে সেটির কোড লাইনটি মুছে দিন।

একই ভাবে আর্কাইভ ফাইলটিও সম্পাদনা করুন।

তাহলে আপনার ব্লগের প্রথম পাতার শেষ পোষ্টের নিচে পেজ নেভিগেশন যুক্ত হয়ে যাবে।

0 comments: