সূচনা কথা:
শেয়ার বাটন সম্পর্কে তো আপনারা সবাই জানেন। শেয়ার ব্যবহার করলে আপনার সাইটের প্রচার প্রচরণা বাড়ে। ওয়ার্ডপ্রেসে সহজেই আপনারা শেয়ার বাটন যোগ করতে পারেন।
বিবরণ:
তেমনি একটা সহজ এবং সিম্পল শেয়ার বাটন প্লাগিনের নাম হল AddToAny। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসে শেয়ারবাটন যোগ করতে পারবেন।
ডাউনলোড:
এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।
ব্যবহার বিধি:ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।
তারপর Settings মেন্যুর অধীনে Onlywire Settings নামে একটি মেন্যু পাবেন।
এখানে ক্লিক করে প্রবেশ করুন। নিচের মত একটি কনফিগার পেজ পাবেন।
নিচের থেকে আপনি বুকমার্ক বাটন পছন্দ করতে পারেন, কালার, ষ্টাইল ইত্যাদি পরিবর্তন করতে পারেন।
তাহলে প্রতিটি পোষ্টের নিচে এরকম একটি বাটন পাবেন।
এখানে ক্লিক করে ভিজিটররা তাদের পোষ্টগুলো শেয়ার করতে পারবেন।
0 comments:
Post a Comment