সূচনা কথা:
যারা বাংলাতে ব্লগ বানাচ্ছেন তারা হয়ত খেয়াল করে দেখবেন যে ওয়ার্ডপ্রেস বাংলা করার পরও পোষ্টের নিচে তারিখ দেখাচ্ছে ইংরেজিতে।
এটাকে সহজেই আপনি একটি প্লাগিন দিয়ে বাংলা করে ফেলতে পারেন।
বিবরণ:
খুব সহজেই আপনি আপনার সাইটের তারিখগুলো বাংলাতে করে ফেলতে পারেন। এজন্য আপনার দরকার হবে Bangla Date নামের একটি প্লাগিন।
ডাউনলোড:
এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।
ব্যবহার বিধি:ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।
তাহলেই হয়ে যাবে।
এখন থেকে আপনার তারিখগুলো নিচের মত বাংলা দেখা যাবে
আশাকরি পেরেছেন। কনফিগারজনিত কোন সমস্যায় পড়লে এখানে জানান
0 comments:
Post a Comment