Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

পার্সোনাল ব্লগ এ অনেকেই তাদের ছবি রাখতে পছন্দ করেন। কিন্তু ম্যানুয়ালী পোষ্টের মধ্যে ছবি রাখলে সে ছবিগুলো ষ্টাইলিশ হয় না। আবার অনেকে বিভিন্ন অ্যালবাম এ রাখতে পছন্দ করেন। কিন্তু পোষ্টের মাঝে ছবি দিলে তা অ্যালবামের মত হয় না। এই প্লাগিন দিয়ে সহজেই আপনি ছবি সুন্দরভাবে ষ্টাইল করে রাখতে পারবেন।

বিবরণ:

NextGEN Gallery নামের প্লাগিন দিয়ে আপনি খুব সহজেই আপনার ব্লগে ফটোগ্যালারী বসাতে পারেন। এটি কনফিগার করা খুবই সোজা।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

তাহলে Gallery নামে একটি অপশন পাবেন।

এখানে ক্লিক করলে নিচের মত অ্যাডমিন এরিয়া আসবে

এখান থেকে বিভিন্ন অ্যালবামে ছবিগুলো রাখতে পারেন

ছবি আপলোড করার পর উইজেট এ যেতে হবে। উইজেট সম্পর্কে তে নিশ্চই জানেন। না জানলে এখান থেকে একপলক দেখে আসুন। উইজেট এ গিয়ে NextGEN Gallery উইজেটটি সক্রিয় করুন।

সবকিছু ঠিকঠাক কনফিগার করলে আপনার ব্লগে যেভাবে ছবি আসবে।

0 comments: