Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

বিবরণ:

আপনার একটি ওয়ার্ডপ্রেস ব্লগ আছে। সেখানে অনেকেই লেখালেখি করে বা ভবিষ্যতে করবে। আপনার সাইটে অনেকেই রেজি করে মন্তব্য করে। তাদের ঘন ঘন লগিন করার দরকার পড়ে। এখন কথা হলো ম্যানুয়ালী লগিন করতে হলে ব্রাউজারে টাইপ করতে হয়

www.আপনারসাইট.কম/wp-admin

তারপর একটি ফর্ম আসে সেখানে ব্যবহারকারী নাম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হয়। এটা বেশ ঝামেলা এবং কষ্টসাধ্য। যদি এমন হতো সাইটের মূল পেজেই একটি উইজেট দিয়ে লগিন করা যেত! নিচে দেখুন

ঠিক সেই চিন্তা করেই আমাদের টিউটো ফোরাম টিম আপনাদের জন্য নিয়ে এলো ব্যবহারকারী প্রবেশ উইজেট নামের একটি প্লাগিন। এটি ডেভেলপ করেছেন মোঃ ফাহিম মুর্শেদ। এবং এটির বাংলা অনুবাদ করেছেন রাসেল আহমেদ

এটিকে আপনারা সম্পুর্ণ বাংলাতে ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড:

এটির বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন নিচে থেকে ডাউনলোড করুন।

ব্যবহার:

এটিকে আপনারা পূর্বের নিয়মে ইনষ্টল/অ্যাকটিভেট করুন।

এরপর আপনারা Appearance মেন্যু থেকে Widget এ যান। এখানে ব্যবহারকারী প্রবেশ উইজেট/User Online নামে একটি উইজেট পাবেন। এটিকে সক্রিয় করুন।

এরপর Settings মেন্যুর অধীনে User Login Options/ব্যবহারকারীর মেন্যু নামে একটি মেন্যু পাবেন।

ইংরেজির ক্ষেত্রে

বাংলার ক্ষেত্রে

এখানে ক্লিক করলে নিচের মত পেজ আসবে।

(ইংরেজির ক্ষেত্রে)

(বাংলার ক্ষেত্রে)

এখানকার প্রবেশ না থাকলে শিরোনাম এ ব্যবহারকারী প্রবেশ না করা থাকলে উইজেট এর শিরোনাম দিন। (প্রবেশ দিতে পারেন)
প্রবেশ করা থাকলে শিরোনাম: এ ব্যবহারকারী প্রবেশ করা থাকলে উইজেট এর শিরোনাম দিন। (ব্যবহারকারীর পাতা দিতে পারেন)
প্রবেশের পর রিডাইরেক্ট পাতা: ব্যবহারকারী প্রবেশ করার পর ড্যাশবোর্ড এ যাবে নাকি মূল সাইটে আসবে অথবা নির্দিষ্ট কোন পেজে যাবে তা নির্ধারণ করুন।
প্রস্থান রিডাইরেক্ট: ব্যবহারকারী প্রস্থান করার পর মূল সাইটে আসবে অথবা নির্দিষ্ট কোন পেজে যাবে তা নির্ধারণ করুন।

আপনি বামপাশে অনেকগুলো লিংক দেখতে পাবেন। যেগুলো ব্যবহারকারী পাতা উইজেট এ থাকবে। আপনি টিক চিহ্ন দিয়ে যেগুলো সিলেক্ট করবেন সেগুলো সক্রিয় থাকবে।

স্বাগতম বার্তা সম্পাদনা: ব্যবহারকারীকে প্রবেশের পর স্বাগতম জানাতে পারেন।

সবশেষে Done!Save All Changes/পরিবর্তন সম্পন্ন কর এ ক্লিক করুন। তারপর আপনার সাইট ভিজিট করে দেখুন। নিচের মত ব্যবহারকারী প্রবেশ উইজেট দেখতে পাবেন

ইংরেজির ক্ষেত্রে

বাংলার ক্ষেত্রে


আশাকরি আপনারা আপনাদের সাইটে এটি কনফিগার করতে পেরেছেন।

0 comments: