Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

এই মূহুর্তে আপনার ব্লগ ভিজিট করছেন কতজন বলতে পারবেন? যদি আপনার প্লাগিন ইনষ্টল করা না থাকে?

আপনার ব্লগে আপনি সহজেই এটি যুক্ত করতে পারেন। এজন্য আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না। সিম্পলি একটা প্লাগিন দিয়ে আপনি এ কাজটি সারতে পারেন। এটা থাকলে আপনার ব্লগের সৌন্দর্য আরও বেড়ে যাবে আশাকরি।
বিবরণ:

এই বাটন অটোমেটিক/সয়ংক্রিয় ভাবে যোগ করার তেমনই কাজের একটি প্লাগিন হল WP-UserOnline। এটি দিয়ে সহজেই আপনার ব্লগের অনলাইন হিসাব উইজেট হিসেবে প্রদর্শন করতে পারবেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। তারপর Settings মেন্যু থেকে UserOnline যান। নিচের মত মেন্যু আসবে।

এটি যদি ইংরেজিতে ব্যবহার করতে চান তাহলে যেমন আছে তেমনই রেখে দিনএখানরকার Naming Conventions এ গিয়ে উপরের মত লিখে দিন। তারপর নিচের আপডেট অপশন এ ক্লিকান।

তারপর Appearance মেন্যু থেকে Widgets এ যান। ওখানে UserOnline নামে একটি উইজেট পাবেন। এটিকে আগের নিয়মে সক্রিয় করুন। তারপর ব্লগ ভিজিট করে দেখুন ব্যবহারকারির তালিকা দেখাচ্ছে

আশাকরি আপনারা আপনাদের ব্লগে এটি যুক্ত করবেন।

0 comments: