সূচনা কথা:
ওয়ার্ডপ্রেস ব্লগের মন্তব্য হয়। ধরুন আপনার সাইটে কোন ভিজিটর এসে কোন প্রশ্ন জানার জন্য আপনাকে মন্তব্য করেছে। কিন্তু বেশিরভাগ ভিজিটরের সেই মন্তব্যের কথা মনে থাকে না। আপনি সমাধান দিলেও হয়ত সে আর আপনার সাইট ভিজিট করতে আসে না বা তার মনে থাকে না। এক্ষেত্রে যদি নতুন কোন মন্তব্য আসলে মন্তব্যকারীর ই-মেইলে মন্তব্যের আপডেট পৌঁছে যায় তাহলে সেই মন্তব্যকারী পূনরায় আপনার ব্লগ ভিজিট করবে এবং তার সমাধান পাবে। এতে আপনার ব্লগের একদিকে হিট বেড়ে যায় অপরদিকে ব্যবহারকারী/ভিজিটরেরও বেশ উপকার হয়।
বিবরণ:
তেমনি একটা কার্যকরী প্লাগিন হল Subscribe to Comments। এটি দিয়ে সহজেই আপনি ব্যবহারকারী কমেন্টে সাবস্ক্রাইব করতে পারেন।
ডাউনলোড:
এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।
ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। Subscribe to Comments নামে একটি অপশন পাবেন। চিত্রে দেখুন
এখানে গেলে আপনি আপনি কমেন্টের নিচের কথা কি হবে তা লিখে দিতে পারেন। আমি চিত্রের মত দিলাম। আপনারাও দিতে পারেন
0 comments:
Post a Comment