ir a principal |
Ir a lateral
Posted by
freeimage24
at
10:57 PM
সূচনা কথা:
বলুন তো ফেবিকন কি? এর উত্তর আপনারা সবাই জানেন। তবুও যারা জানেন না তাদের জন্য বলছি ওয়েবসাইট ওপেন করলে এর বামদিকে কোনায় আইকনটিকে বলে ফেবিকন। চিত্রে দেখুন
ফেবিকন আপনার সাইট সুন্দর করে। এবং অন্য সাইটগুলো থেকে সহজেই পার্থক্য করে। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে সহজেই ফেবিকন যোগ করা যায়।
বিবরণ:
খুব সহজেই বিভিন্ন ফেবিকন যোগ করা যায় এমন একটি প্লাগিন হল Favicons। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপ্রেসে ফেবিকন যোগ করতে পারবেন। এতে আপনার কোন এক্সট্রা কোড বসাতে হবে না।
ডাউনলোড:
এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন।
অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।
ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। এখানে ১ টি icons নামে ফোল্ডারসহ চারটি ফাইল পাবেন। এখানকার icons ফোল্ডারের মধ্যে আপনার কাংখিত ফেবিকনটি কপি করে পেষ্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।
Settings মেন্যুর অধীনে Favicons নামে একটি মেন্যু পাবেন।
এখানে ক্লিক করুন। চিত্রের মত দেখতে পাবেন।
এখানে Use an icon from the icon set সিলেক্ট করে নিচে থেকে
আপনার আইকটি সিলেক্ট করে শেষের Save Changes এ ক্লিক করুন। তাহলে আপনার সাইটে ফেবিকন এ্যাড হয়ে যাবে।
0 comments:
Post a Comment