Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

আজকাল ফেসবুকের পপুলারিটি যেমন বেরেছে তেমন বেরেছে টুইটারের । তাই আমরা অনেকেই টুইটার ব্যবহার করি মাইক্র ব্লগিং এর জন্য । আবার আমরাদের যাদের ব্লগ আছে তারা প্রায় সবাই টুইটারে ব্লগের পোষ্টের আপডেট দেই । আমি একটা প্লাগিন ব্যবহার করতাম যেটা অটো টুইটারে পোষ্ট করতো যখন আমি নতুন পোষ্ট করতাম । কিন্তু সমস্যাতে পরলাম যখন বাংলা ব্লগ ব্যবহার করা শুরু করলাম । আমি SEO Friendly করার জন্য আমার ওয়ার্ডপ্রেসের পার্মালিংকে পোষ্ট টাইটেল ব্যবহার করি । তাই আমার পোষ্টের লিংক অনেক বড় হয় । কিন্তু টুইটারে মাত্র ১৪০ অক্ষর লিখা যায়। আবার আমার ঐ প্লাগিন এ নিজে কোডের ভিতরে টুইটারের আইডি ও পাসওয়ার্ড দিতে হয় । তাই এই সব সমস্যা মাথাই রেখে নিজেই শুরু করে দিলাম প্লাগিন বানানোর কাজ । কাল থেকে শুরু করে আজ সম্পূর্ণ করলাম “টুইটারে অটো পোষ্ট : ওয়ার্ডপ্রেস বাংলা প্লাগিন

এই প্লাগিন টি ব্যবহার করলে আপনি যখন পোষ্ট করবেন তখন আপনার পোষ্টের টাইটেল সহ পোষ্টের লিংক আমার লিংক ছোট করার সাইটের সাহায্যে ছোট করে টুইটারে অটো পোষ্ট করবে । এতে আপনাকে কষ্ট করে নিজে টুইটারে পোষ্ট করতে হবে না ।

  • প্লাগিনটি ব্যবহার করার জন্য প্রথমে এটি ডাউনলোড করুন । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
  • এরপর ফাইলটিকে আনজিপ করে আপনার ওয়ার্ডপ্রেসের প্লাগিন ফোল্ডারে আপলোড করুন এবং এডমিন প্যানেল থেকে ইনস্টল করুন ।
  • এবার এডমিন প্যানেলের সেটিংস থেকে টুইটারের তথ্য মেনু থেকে আপনার টুইটারের আইডি ও পাসওয়ার্ড দিয়ে সেভ করুন ।
  • এরপর থেকে আপনি পোষ্ট করলে আপনার পোষ্টটির লিংক ছোট করে পোষ্টের টাইটেলসহ টুইটারে পোষ্ট করা হবে ।
আশা করি এই প্লাগিনটি আপনাদের কাজে লাগবে ।

0 comments: