Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

আজকাল প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারীর একটি ব্লগ অথবা ওয়েব সাইট থাকে। বন্ধুদের সাথে গল্প করার জন্য ফেইসবুক বাদ দিয়ে এখন আপনার ব্লগেই যুক্ত করতে পারেন একটি চ্যাটরুম। আর বেশি ভিজিটর পেলে পিপিসি এডভারটাইজিং ব্যবহার করে টাকাও উপার্জন করতে পারেন। সবচেয়ে সহজ প্রক্রিয়ায় সাধারন মানের চ্যাটরুম তৈরির কৌশল নিয়ে লিখব। এরপর আপনারা নিজে নিজেই আরও ভাল মানের চ্যাটরুম তৈরি করতে পারবেন আশা করি।

2010 03 09 001336 ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেস ব্লগে চ্যাটরুম যুক্ত করুন সহজেই | Techtunes

  • প্রথমে www.99chats.com ওয়েব সাইটে গিয়ে Sign Up Now তে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
  • 2010 03 09 001526 ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেস ব্লগে চ্যাটরুম যুক্ত করুন সহজেই | Techtunes

  • পরবর্তী পেইজে আপনার ই-মেইল এড্রেস এবং পাসওয়ার্ড(ই-মেইল পাসওয়ার্ড নয়) দিয়ে Sign up বাটনে ক্লিক করুন।
  • এরপর নিচের চিত্রের মত দেখা যাবে এবং এখানে প্রয়োজনীয় সব কিছু পুরন করতে হবে।এখান থেকে আপনি চ্যাটরুম এর আকৃতি, রঙ ইত্যাদি নির্ধারন করতে পারবেন।
  • 2010 03 09 001912 ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেস ব্লগে চ্যাটরুম যুক্ত করুন সহজেই | Techtunes

  • এরপর Continue বাটনে ক্লিক করলে নিচের মত একটি পেইজ দেখা যাবে যেখানে চ্যাটরুম এর জন্য কোড দেয়া থাকবে। সেখান থেকে Javascript Embed কোডটি কপি করে নিন।
  • 2010 03 09 004734 ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেস ব্লগে চ্যাটরুম যুক্ত করুন সহজেই | Techtunes

চ্যাটরুম এর জন্য প্রয়োজনীয় কোড পাওয়া গেছে এবং এবার এটি ব্লগে যুক্ত করার পালা।

ব্লগস্পটের জন্যঃ

আপনার ব্লগার একাউন্ট এ লগিন করে New post এ ক্লিক করুন। এবার পোস্ট এডিটরের Edit HTML এ গিয়ে Javascript কোডটি পেস্ট করুন। এবার পাবলিশ পোস্ট এ ক্লিক করে আপনার ব্লগে ঢুকলেই চ্যাটরুম দেখতে পাবেন। সেখানে আপনার নিক নেইম দিয়ে Join এ ক্লিক করলেই চ্যাটরুমে প্রবেশ করতে পারবেন।

ওয়ার্ডপ্রেসের জন্যঃ

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ প্রবেশ করে Add New Page এ ক্লিক করুন।পেইজটির পছন্দমত একটি নাম দিন যেমনঃ www.myblog.com/chat । এবার HTML ভিউতে গিয়ে Javascript কোডটি পেস্ট করে পাবলিশ বাটনে ক্লিক করুন। এরপর ব্রাউজারে পেইজ এর এড্রেস লিখলেই আপনার চ্যাটরুম পেয়ে যাবেন।

0 comments: