Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

১৭টি দরকারী ওয়ার্ডপ্রেস প্লাগ-ইনস এর বর্ননা দিলাম । আশা করি কারো না কারো কাজে আসবে ।

১. Dofollow: ওয়ার্ডপ্রেসের কমেন্ট পার্টটি nofollow করা থাকে । আপনি চাইলে এই প্লাগইনটি দ্বারা সহজেই একে dofollow করতে পারবেন । শুধু এটি নামিয়ে ইনষ্টল করে নিন ব্যস কাজ শেষ ।ডাউনলোড

২. Comment Images: এই প্লাগইনটি দ্বারা আপনার ব্লগের কমেন্ট রাইটারদের তাদের কমেন্টে ইমেজ যোগ করার সুবিধা দিতে পারবেন । কমেন্ট ফর্মের নিচে একটি লিংক থাকবে তাতে ক্লিক করলে একটি উইন্ডো আসবে তাতে ইমেজ ইউ আর এলটি দিলেই তা কমেন্টে যুক্ত হয়ে যাবে ।ডাউনলোড

৩. Commentluv: এই প্লাগইনটি ব্লগের কমেন্টার বৃদ্ধিতে অনেক কার্যকারী । এই প্লাগইনটি দ্বারা ভিজিটর এর ব্লগের সর্বোশেষ পোষ্টটি তার কমেন্টের শেষে শো করতে পারবেন ।ডাউনলোড

৪. WP-Post ratings: এই প্লাগইনটি আপনার প্রত্যেক পোষ্টটের নিচে রেট করার জন্য পাচঁটি স্টার যুক্ত করবে ফলে ভিজিটররা সহজেই আপনার পোষ্টটিকে রেটিং দিতে পারবে ।ডাউনলোড

৫. Facebook Photos plugins: এই প্লাগইনটি দ্বারা আপনার পোষ্ট এডিটরে একটি আইকন যুক্ত হবে যার দ্বারা সহজেই আপনার ফেসবুক পিকচারকে পোষ্টে যুক্ত করতে পারবেন ।ডাউনলোড

০৬. WP BAN: এই প্লাগ ইনটি ভিজিটরদের ব্যান করতে ব্যবহৃত হয় । এর সাহায্য IP, IP Range, host name, user agent and referer url দ্বারা ব্যান করতে পারবেন ।

০৭. WP Comment Navi: কমেন্ট অনেক বেশী হয়ে গেলে দেখতে খারাপ লাগে আবার পেজ লোড হতেও সময় নেয় । এই প্লাগ ইনটি কমেন্টগুলোকে সুন্দরভাবে উপস্থাপনে সাহায্য করে ।

০৮. Let It Snow: এই ক্রিসমাসে আপনার ব্লগে তুষারপাতের ইফেক্ট যোগ করবে । তুষারপাতের পরিমান , দিক সবই আপনি নিয়ন্ত্রন করতে পারবেন ।

০৯.WP DB manager: এই প্লাগইনটি দ্বারা আপনার WP এর ডেটাবেস ব্যকআপ , রিস্টোর , রিমুভ ইত্যাদি করতে পারবেন ।

১০. WP User Online: এই প্লাগইনটি দ্বারা আপনার WP ব্লগে এখন কয়জন ভিজিটর আছে তার রিয়লটাইম ডাটা আপনার ব্লগে সো করবে ।

১১. All in One in SEO Pack এই প্লাগিন্স দক্ষ করে তুলে সেরা কিছু চর্চার জন্য যা ওয়ার্ডপ্রেস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে প্রয়োজন। এই প্লাগিন্স ব্যবহার করে আপনি স্বয়ংক্রিয় ভাবে সার্চ ইঞ্জিনের জন্য আপনার টাইটেল অপটিমাইজ করতে পারেন। এর সাথে আপনি ম্যাটা ট্যাগও জেনারেট করতে পারেন। এটি খুব সহজেই ইন্সটল করা যায়। আর আপনি ওয়ার্ডপ্রেসে নতুন হলেও এর ব্যবহার নিয়ে মাথা ঘামানোর কিছুই নাই। ইন্সটল করে বসে থাকুন। কাজ হয়ে যাবে।

১২. নন-ইস্যু এবং রিস্টোর ইনসেন্স ব্লগিংয়ে Automatic Kismet আপনার এক অনন্য সহকারী, কমেন্ট এবং ট্রেকব্যাক স্প্যামের অসাধারণ হাতিয়ার । এজন্য আপনাকে বারবার স্প্যাম নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। নতুন কোন কমেন্ট যখন আপনার সাইটে আসে এই প্লাগিন Akismet সার্ভিসে প্রেরণ করে এবং শত শত পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই হওয়ার পর আপনার সাইটে পাবলিস হয়।

১৩. W3 Total Cache আপনার ব্লগের ব্যবহারকারীদের অভিজ্ঞতা (User Experience) বৃদ্ধি করে সার্ভারের পারফরমেন্স বৃদ্ধির মাধ্যমে। পুরো সাইটের সব ধরনের ক্যাশিং (caching), আপনার সাইটের সকল রূপ (Looks), আপনার থিমের ডাউনলোডের সময় কমানো এবং ট্রান্সপারেন্ট কন্টেন্ট ডেলিভঅরি নেটওয়ার্ক (CDN) এর পরিপূর্ণতা প্রদান করে সাইট অপটিমাইজ করে। এই প্লাগিন্স এর সাহায্যে ৮০% পর্যন্ত ব্যান্ডউইথ মিনিমাইজ করা সম্ভব এবং HTML এর কমপ্রেশন, HTTP, CSS, Java Script এবং RSS Feeds এর লোডিং টাইম বাঁচাতে পারেন।

১৪. Yet Another Posts Plugin আপনার সাইটের একই রকমের পোস্ট গুলোর লিস্ট তৈরি করে একই রকম বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। পোস্ট টাইটেল, কন্টেন্ট, ট্যাগ এবং ক্যাটাগরি ইত্যাদিতে একটি এডভান্স এবং বহুমুখী এ্যালগরিদম ব্যবহার করে এই লিস্ট জেনারেট করে যা কাস্টম্যাবল এ্যালগরিদম হিসেবেও ব্যবহৃত হয়।

১৫. Wapple Architect Mobile Plugin for Wordpress প্লাগিন্সের মাধ্যমে আপনি আপনার ব্লগ মিনিটেই মোবিলাইজ করতে পারবেন। এটি প্রত্যেক সিঙ্গেল মোবাইল ডিভাইস ডিটেকটেড করে এবং আপনার ব্লগের সকল দিক ভিজিটিং হেন্ড সেটের জন্য যথাযথ ভাবে তৈরি করে।

১৬. Share This ওয়ার্ডপ্রেসের এমন একটি প্লাগিন্স যার মাধ্যমে খুব সহজেই আপনার পোস্ট অনেক সোশ্যাল বুকমার্কিং সাইটে যুক্ত করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে লিঙ্ক ফেসবুক, টুইটার ইত্যাদি সাইটেও শেয়ার করতে পারেন। সাইটের ট্রাফিক আর জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনন্য এক প্লাগিন।

১৭. আপনার ওয়ার্ডপ্রেস ব্লগিংয়ের জন্য Google XML Sitemaps প্লাগিন গুগল সাইট ম্যাপ তৈরি করে। এটি সকল ওয়ার্ডপ্রেস জেনারেটেড পেজও সাপোর্ট করে। সবসময় আপনি পোস্ট এডিট অথবা তৈরি করতে পারবেন সাইটম্যাপ আপডেট রেখেই এবং গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন, প্রটোকল যেমন- Ask.com, Google, Msn, Yahoo ইত্যাদি সার্চ ইঞ্জিনে আপনার সাইটম্যাপের সাপোর্ট দিবে আপডেট নটিফেকেশনের মাধ্যমে।

0 comments: