বেশ কিছুদিন ধরেই ওয়ার্ডপ্রেস ব্লগগুলো হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিনত হয়েছে । কারণ পৃথিবীর নামজাদা বেশীর ভাগ ব্লগ এখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করে । ওয়ার্ডপ্রেস লগইন মেনুতে CAPTCHA ব্যবস্থা না থাকায় কোন স্কিপ্ট দিয়ে বা ম্যানুয়ালী অনেকবার চেষ্টা করলে ওয়ার্ডপ্রেস ব্লগের পাসওর্য়াড বের করা সম্ভব । এর জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে Administrator একাউন্ট Admin মুছে অন্য নামে ব্যবহার করা । তবুও 100% নিরাপদ থাকছেন না । তাই ব্যবহার করতে পারেন ওয়ার্ডপ্রেস প্লাগইন Login LockDown ।
Login LockDown খুবই কার্যকারী একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন । এটি সব সময় আপনার লগইন ব্যবস্থার উপর নজর রাখবে এবং কোন আইপি থেকে বারবার ব্যর্থ লগইনের চেষ্টা করা হলে প্লাগইনটি সেই আইপি রেন্জের সব আইপি ব্লক করে দিবে । ফলে আর লগইনের চেষ্টা করা যাবে না । এর ফলে নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে অনেক ভাল হবে ।
0 comments:
Post a Comment