একটি বাংলা ওয়েব সাইট বানাতে ওয়ার্ডপ্রেস সেটআপেরপর বাড়তি যা করতে হবে তা হলো:
- ১. বাংলা ভাল ফন্টের জন্য থিমের style.css ফাইলটি সম্পাদনা করতে হবে।
- ২. থিম ফোল্ডারের ফাইলগুলোর ইংরেজী কিছু কিছু শব্দের বাংলা অনুবাদ করা।
- ৩. ইন্টারনেট এক্সপ্লোরারে ফন্ট সেটআপ ছাড়াই যাতে বাংলা পড়া যায় তার ব্যবস্থা করা: eot ফাইল বানানো, আপলোড করা ও থিমের header.php তে প্রয়োজনীয় কোড সংযোজন করা।
- ৪.বাংলায় পোস্ট লেখার সুবিধা দেয়ার জন্য banglakb প্লাগইন সেটআপ করা, বাংলায় মন্তব্য দেয়ার জন্য comments.php ফাইল ইডিট করা।
- ৫. এডমিন প্যানেল বাংলা করার জন্য bn.mo ফাইল আপলোড করা। প্রয়োহনে bn.po ফাইলটি সম্পাদনা করা। কনফিগারেশন ফাইলে প্রয়েজনীয় কোড সম্পাদনা করা। অথবা,
- এডমিন প্যানেলের ইংরেজী শব্দগুলো ধরে ধরে বাংলা করা
- ৬. এডমিন প্যানেলের ফন্ট স্টাইল, সাইজ পরিবর্তনের জন্য সিএসএস ফাইল সম্পাদনা করা।
- ৭. বিভিন্ন স্থানে wordpress শব্দটি মুছে দেয়া
- ৮. বাংলা সাইটরে উপযুক্ত ব্যানার বানানো এবং তা image ফোল্ডারে রিপ্লেস করা।
style.css ফাইলটি সম্পাদনা
মনে করি আপনার সাইট yoursite.com এবং আপনার থিম classic তাহলে আপনার style.css ফাইলের পাথ হবে yoursite.com>wp-content>theme>classic>style.cssফাইলটি সম্পাদনা করার আগে ব্যাকআপ নিয়ে নিন। সমস্যা হলে আগের ফাইলটি পূন:স্থাপন করে নিবেন।
১. ফন্ট স্টাইল
ফাইলের যেখানেfont-family: ‘Lucida Grande’, ‘Lucida Sans Unicode’, Verdana, sans-serif;
আছে সেখানে SolaimanLipi শব্দটি যুক্ত করে দিন। নিচের মতো করে দিন
font-family:SolaimanLipi,’Lucida Grande’, ‘Lucida Sans Unicode’, Verdana, sans-serif;
২. ফন্টসাইজ
বাংলা ফন্ট একটু বড় না হলে ভাল দেখায় না তাই সব জায়গায় ফন্ট সাইজ দুই করে বাড়িয়ে নিতে পারেনfont-size: 11px; এর জায়গায়
font-size: 13px; করে দিন
0 comments:
Post a Comment