Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

ব্লগে নিয়মিত পোষ্ট করেন আপনি। আপনার পোষ্টগুলো আগ্রহের সাথে পড়ে সবাই। আপনি জানতে পারছেন কোন দিনে কোন পোষ্ট কতবার পড়া হয়েছে?

যারা একটু অভিজ্ঞ তারা বলবেন "অবশই পারি"

হ্যা, পারা যায়। ড্যাশবোর্ডের পোষ্ট অপশন থেকে।

কিন্তু যদি আপনি চান ভিজিটর দেখুক যে আপনার কোন পোষ্ট কতবার পড়া হয়েছে। তাহলে আপনাকে একটি প্লাগিন ব্যবহার করতে হবে। এই প্লাগিনটার নাম হল Wp-PostViews। এটা দিয়ে সহজেই আপনি প্রতিটি পোষ্টের নিচে তা কতবার পড়া হয়েছে তা যোগ করতে পারেন।

এই প্লাগিনটা এখান থেকে ডাউনলোড করুন

আপনি চাইলে আরও তথ্যের জন্য এর প্লাগিন পেজও পরিদর্শন করতে পারেন এখান থেকে।

এটিকে আপনি আগের নিয়মেই ইনষ্টল করুন।

সফলভাবে ইনষ্টল হলে আপনি Settings মেন্যুতে Post Views নামে একটি মেন্যু পাবেন। এখানে ক্লিক করলে নিচের মত আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-20.gif

এখানে চিত্রে দেওয়া এর মত কনফিগার করে সেভ করুন।

না মশাই এখনও হয়নি। আরেকটু কাজ বাকী। এটাকে মূল পাতাতে সক্রিয় করার জন্য আপনাকে মেইন ইনডেক্স ফাইলটি একটু এডিট করতে হবে। সেজন্য Appearance > Editor এ যান। ডান পাশে আপনার থিমের ফাইলগুলো দেখা যাবে। এখান থেকে Main Index Template এ ক্লিক করুন। তাহলে বামে বক্সে এই ফাইলটি দেখা যাবে। এখানে আপনি

< > ?php if(function_exists('the_views')) { the_views(); } ?

চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-22.gif

তারপর Update File এ ক্লিক করুন। এবং ব্লগ ভিজিট করে দেখুন। প্রত্যেকটি পোষ্টের নিচে কতবার পড়া হয়েছে তা হলে আসছে।

http://www.rongmohol.com/uploads/1805_wordpresst-23.gif

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

এই প্লাগিনটির নাম Olark for WordPress। ডাউনলোড করুন এখান থেকে
অথবা এর প্লাগিন পেজ দেখতে পারেন।
ডাউনলোড শেষে একে পূর্বের নিয়মে ইনষ্টল করুন।
তাহলে সেটিংস মেন্যুর অধীনে Olark for WordPress নামে একটি মেন্যু পাবেন।
এখানকার Register for a FREE Olark ক্লিক করুন তাহলে নিচের মত পেজ আসবে
এখানে জিমেইল সিলেক্ট করতে পারেন। তাহলে সরাসরি আপনি জিমেইলে অনলাইনে থাকলে ভিজিটর আপনাকে অনলাইনে পাবে।
এখানে আপনার জিমেইল ইউজারনেম এবং পাসওয়ার্ড দিন। (ওরা পাসওয়ার্ড ষ্টোর করে না!! এখান থেকে ওরা আপনার জিমেইল কনফিগার করে। যদি ভয় থাকে তাহলে নতুন একটি একাউন্ট তৈরি করে দিতে পারেন।
সফলভাবে কনফিগার করা হলে ওখানে নিচের মত পেজ আসবে

এরপর চিত্রে দেখানো মত Continue এ ক্লিকান।

ওরা আপনাকে একটি এইচটিএমএল কোড এবং Olark account ID দিবে। এটাকে কপি করে আপনার ব্লগের সেটিংস মেন্যুর

Olark for WordPress এর চিত্রের স্থানে Olark account ID টা দিন। সবশেষে Save My ID তে ক্লিক করুন। তারপর ব্লগ ভিজিট করে দেখুন। চিত্রের মত চ্যাটবার চলে এসেছে।

আশাকরি কনফিগার করতে পেরেছেন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

ওয়ার্ডপ্রেসের ব্লগের প্রথম পাতাতে ১০ টির বেশী পোষ্ট রাখা ঠিক না। কারন অনেক বেশী পোষ্ট রাখলে হোমপেজ ওপেন হতে দেরি হয়। এতে ভিজিটর বিরক্ত হতে পারেন। আর এটা আপনার সাইটের ভিজিটর কমিয়ে দেয়। আপনার ব্লগে যদি ১০০ টি পোষ্ট থাকে এবং আপনি যদি প্রতি পেজে ১০ টি করে পোষ্ট রাখেন তাহলে আপনার ব্লগের ইনডেক্স পেজের সংখ্যা হবে ১০ টি। এখন ধরুন একটি পাঠক আপনার ৩ নং পেজে যেতে চাইছেন। তাহলে আপনার ব্লগে যদি পেজ নেভিগেশন না থাকে তাহলে তার ওই পেজে যেতে অনেক দেরী হবে। আপনি খুব সহজেই আপনার ব্লগে পেজ নেভিগেশন যুক্ত করতে পারেন একটি প্লাগিনের সাহায্যে।

বিবরণ:

পেজ নেভিগেশন এর জন্য অনেক প্লাগিন পাওয়া যায়। তার মধ্যে সহজ এবং সিম্পলি একটি প্লাগিন হল Wp-PageNavi। শুধুমাত্র মেইন ইনডেক্স এবং আর্কাইভ পেজে একটিমাত্র কোড প্রবেশ করিয়েই এই প্লাগিনটির সাহায্যে আপনি আপনার ব্লগে পেজ নেভিগেশন সুবিধাটি যুক্ত করতে পারেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং পূর্বের নিয়মে ইনষ্টল করে অ্যাকটিভেট করুন। তারপর Settings মেন্যু থেকে PageNavi এ যান। দেখুন চিত্রের মত আসছে।

এখানে আপনি চাইলে চিত্রের মত বাংলা ব্যবহার করতে পারেন।

এখানে এডিট করে নিচের সেইভ চেইঞ্জ এ ক্লিক করুন।

এখনও কাজ শেষ হয় নি। এখন আমরা থিম ফাইলকে এডিট করব। সাধারণত পেজ নেভিগেশন দরকার হয় দুটে পেজে
১। Index.php
২। Archive.php

তাই Appearance থেকে Editor এ যান। ডানপাশ থেকে Main Index Template ফাইলটি নির্বাচন করুন এখানে নিচের কোডটি খুজুন (শেষের দিকে থাকে)

এটার ঠিক নিচে কোড দিন

?php if(function_exists('wp_pagenavi')) { wp_pagenavi(); } ?

তারপর ফাইলটি সেভ করুন।

কোন কোন থিম ফাইলে Older Posts, Newer Posts থাকতে পারে। সেক্ষেত্রে সেটির কোড লাইনটি মুছে দিন।

একই ভাবে আর্কাইভ ফাইলটিও সম্পাদনা করুন।

তাহলে আপনার ব্লগের প্রথম পাতার শেষ পোষ্টের নিচে পেজ নেভিগেশন যুক্ত হয়ে যাবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

বিবরণ:

আপনার একটি ওয়ার্ডপ্রেস ব্লগ আছে। সেখানে অনেকেই লেখালেখি করে বা ভবিষ্যতে করবে। আপনার সাইটে অনেকেই রেজি করে মন্তব্য করে। তাদের ঘন ঘন লগিন করার দরকার পড়ে। এখন কথা হলো ম্যানুয়ালী লগিন করতে হলে ব্রাউজারে টাইপ করতে হয়

www.আপনারসাইট.কম/wp-admin

তারপর একটি ফর্ম আসে সেখানে ব্যবহারকারী নাম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হয়। এটা বেশ ঝামেলা এবং কষ্টসাধ্য। যদি এমন হতো সাইটের মূল পেজেই একটি উইজেট দিয়ে লগিন করা যেত! নিচে দেখুন

ঠিক সেই চিন্তা করেই আমাদের টিউটো ফোরাম টিম আপনাদের জন্য নিয়ে এলো ব্যবহারকারী প্রবেশ উইজেট নামের একটি প্লাগিন। এটি ডেভেলপ করেছেন মোঃ ফাহিম মুর্শেদ। এবং এটির বাংলা অনুবাদ করেছেন রাসেল আহমেদ

এটিকে আপনারা সম্পুর্ণ বাংলাতে ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড:

এটির বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন নিচে থেকে ডাউনলোড করুন।

ব্যবহার:

এটিকে আপনারা পূর্বের নিয়মে ইনষ্টল/অ্যাকটিভেট করুন।

এরপর আপনারা Appearance মেন্যু থেকে Widget এ যান। এখানে ব্যবহারকারী প্রবেশ উইজেট/User Online নামে একটি উইজেট পাবেন। এটিকে সক্রিয় করুন।

এরপর Settings মেন্যুর অধীনে User Login Options/ব্যবহারকারীর মেন্যু নামে একটি মেন্যু পাবেন।

ইংরেজির ক্ষেত্রে

বাংলার ক্ষেত্রে

এখানে ক্লিক করলে নিচের মত পেজ আসবে।

(ইংরেজির ক্ষেত্রে)

(বাংলার ক্ষেত্রে)

এখানকার প্রবেশ না থাকলে শিরোনাম এ ব্যবহারকারী প্রবেশ না করা থাকলে উইজেট এর শিরোনাম দিন। (প্রবেশ দিতে পারেন)
প্রবেশ করা থাকলে শিরোনাম: এ ব্যবহারকারী প্রবেশ করা থাকলে উইজেট এর শিরোনাম দিন। (ব্যবহারকারীর পাতা দিতে পারেন)
প্রবেশের পর রিডাইরেক্ট পাতা: ব্যবহারকারী প্রবেশ করার পর ড্যাশবোর্ড এ যাবে নাকি মূল সাইটে আসবে অথবা নির্দিষ্ট কোন পেজে যাবে তা নির্ধারণ করুন।
প্রস্থান রিডাইরেক্ট: ব্যবহারকারী প্রস্থান করার পর মূল সাইটে আসবে অথবা নির্দিষ্ট কোন পেজে যাবে তা নির্ধারণ করুন।

আপনি বামপাশে অনেকগুলো লিংক দেখতে পাবেন। যেগুলো ব্যবহারকারী পাতা উইজেট এ থাকবে। আপনি টিক চিহ্ন দিয়ে যেগুলো সিলেক্ট করবেন সেগুলো সক্রিয় থাকবে।

স্বাগতম বার্তা সম্পাদনা: ব্যবহারকারীকে প্রবেশের পর স্বাগতম জানাতে পারেন।

সবশেষে Done!Save All Changes/পরিবর্তন সম্পন্ন কর এ ক্লিক করুন। তারপর আপনার সাইট ভিজিট করে দেখুন। নিচের মত ব্যবহারকারী প্রবেশ উইজেট দেখতে পাবেন

ইংরেজির ক্ষেত্রে

বাংলার ক্ষেত্রে


আশাকরি আপনারা আপনাদের সাইটে এটি কনফিগার করতে পেরেছেন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:
গুগল বাজ সম্পর্কে তো অনেকেই জানেন। সিম্পল একটি সিস্টেম এটি গুগলের। আগি গুগল বাজ সম্পর্কে লিখতে চাইছি না। এর আগে তো ফেসবুক, টুইটারে শেয়ার করেছেন। আজ আসুন গুগলে আপনার পোষ্টগুলো শেয়ার করি। এই প্লাগিনটি দিয়ে আপনি সহজেই পোষ্টগুলো গুগলে শেয়ার করতে পারবেন। কারন এটি অ্যাকটিভ করলেই আপনার প্রতিটি পোষ্টের নিচে গুগল বাজের বাটন চলে আসবে।
বিবরণ:
এই বাটন অটোমেটিক/সয়ংক্রিয় ভাবে যোগ করার তেমনই কাজের একটি প্লাগিন হল WP Google-buzz। এটি দিয়ে সহজেই আপনার পোষ্টগুলোর নিচের গুগল বাজের বাটন যুক্ত করতে পারবেন।
ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। তারপর Settings মেন্যু থেকে WP Google-buzz যান। নিচের মত মেন্যু আসবে।

আপনি যদি কনফিগার করতে পারেন তাহলে ভাল। আর না পারলে যেমন আছে তেমনই রেখে দিন ডিফল্টভাবে।
এখানে আপনি ব্যবহার করার জন্য অনেকগুলো বাটন পাবেন।

আশাকরি আপনারা আপনাদের ব্লগে গুগল বাজের বাটন যুক্ত করবেন। কনফিগার জনিত কোন সমস্যায় পড়লে এখানে জানান।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

প্রাথমিক বকবকানিঃ

আপনি কষ্ট করে বিভিন্ন ভাবে একটি পোষ্ট করলেন আর তার পরদিনই দেখছেন যে, আপনার পোষ্ট অন্যজন কপি করে ফেলেছে! হ্যা…….. এমন ঘটনা হরহামেশাই ঘটছে।

এক্ষেত্রে আপনার কিছু করার নেই। তবে আপনি একটা প্লাগিন ব্যবহার করে চোরকে একটু পরিশ্রম করাতে পারেন। এই প্লাগিনটি ব্যবহার করলে আপনার ব্লগে কেউ রাইট ক্লিক করতে পারবে না। এমনকি কোন অংশ ব্লক বা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ চাপলেও ব্লক হবে না।

ডাউনলোড:

এটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আবার এর আপডেট পেতে এর প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

এটিকে ডাউনলোড করে আগের মত ইনষ্টল করুন।

ব্যবহার:

তাহলে আপনার ব্লগে WP-CopyProtect নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে নিচের মত অপশন প্যানেল ওপেন হবে।

এখানকার Disable right mouse click: এ টিক চিহ্ন দিয়ে দিন এবং নিচের টেক্সট বক্সে রাইট ক্লিক করলে যে ওয়ার্নিং আসবে তা দিন এবং নিচের Disable text selection: এ টিক চিহ্ন দিয়ে দিন। তারপর সেভ সেটিংস এ ক্লিক করুন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

এই মূহুর্তে আপনার ব্লগ ভিজিট করছেন কতজন বলতে পারবেন? যদি আপনার প্লাগিন ইনষ্টল করা না থাকে?

আপনার ব্লগে আপনি সহজেই এটি যুক্ত করতে পারেন। এজন্য আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না। সিম্পলি একটা প্লাগিন দিয়ে আপনি এ কাজটি সারতে পারেন। এটা থাকলে আপনার ব্লগের সৌন্দর্য আরও বেড়ে যাবে আশাকরি।
বিবরণ:

এই বাটন অটোমেটিক/সয়ংক্রিয় ভাবে যোগ করার তেমনই কাজের একটি প্লাগিন হল WP-UserOnline। এটি দিয়ে সহজেই আপনার ব্লগের অনলাইন হিসাব উইজেট হিসেবে প্রদর্শন করতে পারবেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। তারপর Settings মেন্যু থেকে UserOnline যান। নিচের মত মেন্যু আসবে।

এটি যদি ইংরেজিতে ব্যবহার করতে চান তাহলে যেমন আছে তেমনই রেখে দিনএখানরকার Naming Conventions এ গিয়ে উপরের মত লিখে দিন। তারপর নিচের আপডেট অপশন এ ক্লিকান।

তারপর Appearance মেন্যু থেকে Widgets এ যান। ওখানে UserOnline নামে একটি উইজেট পাবেন। এটিকে আগের নিয়মে সক্রিয় করুন। তারপর ব্লগ ভিজিট করে দেখুন ব্যবহারকারির তালিকা দেখাচ্ছে

আশাকরি আপনারা আপনাদের ব্লগে এটি যুক্ত করবেন।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

বলুন তো ফেবিকন কি? এর উত্তর আপনারা সবাই জানেন। তবুও যারা জানেন না তাদের জন্য বলছি ওয়েবসাইট ওপেন করলে এর বামদিকে কোনায় আইকনটিকে বলে ফেবিকন। চিত্রে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_wordpresstutto-12.gif

ফেবিকন আপনার সাইট সুন্দর করে। এবং অন্য সাইটগুলো থেকে সহজেই পার্থক্য করে। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে সহজেই ফেবিকন যোগ করা যায়।

বিবরণ:

খুব সহজেই বিভিন্ন ফেবিকন যোগ করা যায় এমন একটি প্লাগিন হল Favicons। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপ্রেসে ফেবিকন যোগ করতে পারবেন। এতে আপনার কোন এক্সট্রা কোড বসাতে হবে না।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। এখানে ১ টি icons নামে ফোল্ডারসহ চারটি ফাইল পাবেন। এখানকার icons ফোল্ডারের মধ্যে আপনার কাংখিত ফেবিকনটি কপি করে পেষ্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

Settings মেন্যুর অধীনে Favicons নামে একটি মেন্যু পাবেন।

এখানে ক্লিক করুন। চিত্রের মত দেখতে পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_wordpresstutto-13.gif

এখানে Use an icon from the icon set সিলেক্ট করে নিচে থেকে


আপনার আইকটি সিলেক্ট করে শেষের Save Changes এ ক্লিক করুন। তাহলে আপনার সাইটে ফেবিকন এ্যাড হয়ে যাবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

গান শুনতে কে না ভালবাসে। গানের প্রতি সবার অন্যরকম একটা আকর্ষন থাকে। তা যদি হয় আপনার সাইটে? তাহলে কেমন হবে? হুমম জনাব আপনাকেই বলছি। আপনার ওয়ার্ডপ্রেসে আপনি সহজেই গান শোনানোর ব্যবস্তা করতে পারেন। আসুন দেখি কিভাবে করতে পারেন।

বিবরণ:

একটা সহজ এবং সিম্পল প্লাগিন দিয়ে আপনি আপনার ব্লগে গান বাজাতে পারেন। প্লাগিনটির নাম হল Audio Player। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসে গান বাজাতে পারবেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

তারপর Settings মেন্যুর অধীনে audio player নামে একটি মেন্যু পাবেন।

এখানে ক্লিক করে প্রবেশ করুন। নিচের মত একটি কনফিগার পেজ পাবেন।

আপনি চাইলে আপনার ব্লগের রুটে অডিও নামে ফোল্ডার তৈরি করে গান আপলোড তৈরি করতে পারেন।

আপনি চাইলে আপনার থিমের সাথে প্লোয়ারটির কালার অ্যাডজাস্ট করতে পারেন ডিসপ্লে মেন্যু থেকে

এবার আসুন এটিকে পোষ্টের মধ্যে ব্যবহার করবেন কিভাবে দেখি
প্রথমে নতুন পোষ্টে এ যান

চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন

কিছুক্ষন পর আপলোডার আসবে এখান থেকে আপনি গান আপলোড করুন

অডিও প্লেয়ার অ্যাকটিভ আছে তাই আপলোড শেষ হলে এখানে অডিও প্লেয়ার দেখা যাবে। এখানে ক্লিক করলে গানের সাথে প্লেয়ারের কোড যোগ হয়ে যাবে। তারপর Insert Into Post এ ক্লিক করুন। তারপর পোষ্টটি প্রকাশ করুন।

তাহলে আপনার ব্লগে নিচের মত প্লোয়ার চলে আসবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

ওয়েবে বাংলা লেখার জন্য আপনি কি ব্যবহার করেন? এক কথায় বলবেন অভ্র। কিন্তু যারা অভ্র ব্যবহার করে না তারা কি দিয়ে লেখালেখি করে? তারা হয়ত বিভিন্ন ওয়েবে থাকা স্ক্রীপ্ট দিয়ে লেখালেখি করে। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে সহজেই আপনি এ বাংলা লেখা স্ক্রীপ্ট ব্যবহার করতে পারেন। এটা আপনার ব্লগে বাংলা মন্তব্যের ব্যাপারটি সহজ করে দেবে।

বিবরণ:

তেমনি একটি জাভাস্ক্রীপ্ট হল BanglKB। এটি ডেভেলপ করেছেন S. M. Ibrahim Lavlu । এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসে বাংলা কিবোর্ড স্ক্রীপ্ট যোগ করতে পারবেন।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

তাহলেই প্রতিটি মন্তব্যের ঘরের নিচেরই কিবোর্ড স্ক্রীপ্টটি যোগ হয়ে যাবে

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:

পার্সোনাল ব্লগ এ অনেকেই তাদের ছবি রাখতে পছন্দ করেন। কিন্তু ম্যানুয়ালী পোষ্টের মধ্যে ছবি রাখলে সে ছবিগুলো ষ্টাইলিশ হয় না। আবার অনেকে বিভিন্ন অ্যালবাম এ রাখতে পছন্দ করেন। কিন্তু পোষ্টের মাঝে ছবি দিলে তা অ্যালবামের মত হয় না। এই প্লাগিন দিয়ে সহজেই আপনি ছবি সুন্দরভাবে ষ্টাইল করে রাখতে পারবেন।

বিবরণ:

NextGEN Gallery নামের প্লাগিন দিয়ে আপনি খুব সহজেই আপনার ব্লগে ফটোগ্যালারী বসাতে পারেন। এটি কনফিগার করা খুবই সোজা।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।

তাহলে Gallery নামে একটি অপশন পাবেন।

এখানে ক্লিক করলে নিচের মত অ্যাডমিন এরিয়া আসবে

এখান থেকে বিভিন্ন অ্যালবামে ছবিগুলো রাখতে পারেন

ছবি আপলোড করার পর উইজেট এ যেতে হবে। উইজেট সম্পর্কে তে নিশ্চই জানেন। না জানলে এখান থেকে একপলক দেখে আসুন। উইজেট এ গিয়ে NextGEN Gallery উইজেটটি সক্রিয় করুন।

সবকিছু ঠিকঠাক কনফিগার করলে আপনার ব্লগে যেভাবে ছবি আসবে।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

আজ রংমহলে মেরাজ০৭ ভাই আমাকে বললেন যে, ওয়ার্ডপ্রেসে নির্বাচিত পোষ্ট নামের কোন প্লাগইন আছে কিনা। প্রথমে উনাকে বলেছিলাম নেই। কিন্তু পরে একটু সন্দেহ হলো। তাই ওয়ার্ডপ্রেসে সার্চ করতে লেগে গেলাম। সার্চ করতে করতে শেষ পর্যন্ত একটা অসাধারণ কাজের প্লাগইন পেলাম।
বিবরণঃ
ধরুন আপনার ব্লগে মোট ৫০টি পোষ্ট আছে। কিন্তু একটা পোষ্ট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা আছে সবচেয়ে শেষে। কিন্তু আপনি চাচ্ছেন তা সবার উপরে থাকবে। অর্থাৎ পোষ্টটিকে স্টিকি করতে চাচ্ছেন। এমন সময় আপনাকে সাহায্য করবে অসাধারণ কাজে Simple Post Sticky নামক প্লাগইনটি। এটার মাধ্যমে আপনি খুব সহজেই সেটা করতে পারেন। এবার আসুন দেখি কিভাবে এটা ডাউনলোড ও ইনষ্টল করতে হয়।
ডাউনলোড এবং ইনষ্টলঃ
এই প্লাগইনটি যদি আপনার কাজে লাগে তাহলে এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। এটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এরপর সেটা এক্সট্রাক্ট করুন। এবার এক্সট্রাক্ট করা ফোল্ডারটি এফটিপির মাধ্যমে আপনার ব্লগের প্লাগইন ডিরেক্টরীতে আপলোড করুন। তারপর এডমিন প্যানেলে এসে আপলোড করা প্লাগইনটি সক্রিয় করুন। তাহলেই প্লাগইনটির কনফিগার কাজ শেষ হয়ে গেল। এবার আসুন দেখি কিভাবে এই প্লাগইনটি ব্যবহার করতে হয়।
ব্যবহারঃ
এটা ব্যবহার করতে হলে আপনাকে কিছু নিয়ম অবলম্বন করতে হবে। প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন। এরপর পাশের সাইডবার থেকে POST এ ক্লিক করুন। তাহলেই নিচের চিত্রের মতো একটি পাতা আপনার সামনে খুলবে।

ধরুন আপনি উপরের চিত্রের লাল মার্ক করা পোষ্টটি অর্থাৎ ৫ নম্বর পোষ্টটি ষ্টিকি করতে চাইছেন। তাহলে আপনাকে যা করতে হবে,
প্রখমে সে পোষ্টটির কাছে কারসর নিয়ে যান তাহলে নিচের দিকে কিছু অপসন দেখাবে। সেখান থেকে এডিট এ ক্লিক করুন অথবা সেই পোষ্টটিতেই ডাইরেক্ট ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পাতা খুলবে। এরপর সেই পাতাটিতে ভালোভাবে তাকালে দেখবেন নিচের চিত্রের মতো একটা অংশ আছে।

সেখানে NAME নামক একটি অপসনের নিচে দেখবেন একটি ড্রপডাউন মেনু আছে। সেই ড্রপ ডাউন মেনুর নিচে দেখবেন Enter New নামের আরেকটা অপসন আছে। সেটাতে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মতো দেখাবে।

সেখানে NAME এর নিচের খালি ঘরে লিখুন ‘sticky’ (ইনভারটেড কমা ছাড়া)। তার পাশের ভেল্যু নামক খালি ঘরটিতে লিখুন 1। এরপর Add Custom Field এ ক্লিক করুন। তাহলে দেখবেন উপরে একটি নতুন অপসন যোগ হয়েছে নিচের চিত্রের মতো।

এবার সেই পোষ্টটি আপডেট করুন। তারপর আপনার ব্লগে ফিরে এসে দেখুন আপনি যেই পোষ্টটি ষ্টিকি করেছিলেন সেটি এখন সবচেয়ে টপ এ আছে। এভাবেই এই প্লাগইনটি কাজ করে।
প্লাগইনটি ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানান।

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:
ট্যাগ কি তা তো আপনারা খুব ভাল করে জানেন। ট্যাগ হল আপনার পোষ্টের সাথে সম্পর্কিত ব্যবহৃত শব্দ। ট্যাগ দেখে ভিজিটর সহজেই আপনার ব্লগে করা পোষ্টগুলি দেখতে পারে। পোষ্টে যতগুলো ট্যাগ ব্যবহার করা হয় একই নামে ব্যবহার করলে তা আস্তে আস্তে বড় হতে থাকে। ভিজিটর সহজেই বুঝতে পারে আপনার ব্লগে কোন সম্পর্কে পোষ্ট সংখ্যা বেশী আছে। আবার পোষ্টে ট্যাগ ব্যবহার করলে সার্চ ইঞ্জিন থেকেও আপনি ভিজিটর পেতে পারেন। এজন্য পোষ্টে ট্যাগ ব্যবহার করা উচিত। আর ট্যাগ গুলো যদি একটা ফ্লাস ইফেক্টের মধ্যে ব্যবহার করা যায় তাহলে কেমন হবে?
বিবরণ:
তেমনি ট্যাগগুলো ফ্লাস অ্যানিমেশন ভাবে ব্যবহার করার জন্য সহজ এবং সুন্দর প্লাগিন হল WP-Cumulus। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসের ব্লগে অ্যানিমেশন ট্যাগ যুক্ত করতে পারবেন।
ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। Settings মেন্যুতে wp-cumulus নামে একটি অপশন পাবেন।

এখান থেকে আপনি ট্যাগ ব্যবহার নিয়ন্ত্রন করতে পারবেন।
তারপর Appearance মেন্যু থেকে উইজেট এ যান। এখানে দেখুন wp-cumulus নামে একটি উইজেট আছে। এখান থেকে এই উইজেটটি ব্যবহার করুন।
তারপর আপনার ব্লগ ভিজিট করে দেখুন

http://www.rongmohol.com/uploads/1805_tagplugin-3.png

তবে দুঃখের বিষয় হলো এটি বাংলা ট্যাগ সাপোর্ট করে না!!

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:
কিছুদিন আগে সাইফের ব্লগে একটি পোষ্টে দেখলাম সে একটি কমিক পোষ্ট করেছে। সেখানে একটি ইমেজ ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন ইমেজের সাইজ বড় হলে তা পোষ্টে শুধুমাত্র থাম্বনাইল হিসেবে দেখায়। যেমন নিচের চিত্রটি আমি এই লিংকে আপলোড করেছি। এটি যদি পোষ্টে সরাসরি দেই তাহলে পোষ্টটি ওপেন হতে সময় লাগবে। তাই এটিকে যদি আমি থাম্বনাইল ভাবে নিচের মত দেই তাহলে কেমন হবে বলুন তো

নিশ্চই বলবেন তাহলে পোষ্টটি তাড়াতাড়ি ওপেন হবে। তাতে আপনার সাইটে ভিজিটরের ব্রাউজ করতে সুবিধা+তাড়াতাড়ি হবে। কিন্তু এতেও সমস্যা আছে। এখন পোষ্টের মধ্যে আপনার দেওয়া ইমেজটি যদি অন্য সাইটে গিয়ে ওপেন হয় তাহলে তো সমস্যা। কারন সেখানে অ্যাড থাকতে পারে (যেমন ইমেজশ্যাক) তার ফলে আপনার লাভ হলনা থাম্বনাইল দিয়ে।
কিন্তু যদি এমন একটা উপায় থাকত আপনার পোষ্টে থাকা ইমেজগুলি ক্লিক করলে ফ্লাস ভাবে ওখানেই ওপেন হত এবং আবার ক্লিক করলে চলে যেত!!
বিবরণ:
এ কাজটি করার জন্য একটা কার্যকরী প্লাগিন হল Picbox। এটি অটোমেটিক আপনার পোষ্টের থাম্বনাইল ইমেজকে ফ্লাস ভাবে প্রদর্শন করে
ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। Picbox নামে একটি অপশন পাবেন। চিত্রে দেখুন

এটা অ্যাকটিভেট থাকলেই থাম্বনাইলগুলোকে ফ্লাসভাবে শো করবে। এর জন্য আপনাকে আলাদা কনফিগার করা লাগবে না

Stumble ThisFav This With TechnoratiAdd To Del.icio.usDigg ThisAdd To RedditAdd To FacebookAdd To Yahoo

সূচনা কথা:
যারা বাংলাতে ব্লগ বানাচ্ছেন তারা হয়ত খেয়াল করে দেখবেন যে ওয়ার্ডপ্রেস বাংলা করার পরও পোষ্টের নিচে তারিখ দেখাচ্ছে ইংরেজিতে।

এটাকে সহজেই আপনি একটি প্লাগিন দিয়ে বাংলা করে ফেলতে পারেন।
বিবরণ:
খুব সহজেই আপনি আপনার সাইটের তারিখগুলো বাংলাতে করে ফেলতে পারেন। এজন্য আপনার দরকার হবে Bangla Date নামের একটি প্লাগিন।
ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন।
তাহলেই হয়ে যাবে।
এখন থেকে আপনার তারিখগুলো নিচের মত বাংলা দেখা যাবে

আশাকরি পেরেছেন। কনফিগারজনিত কোন সমস্যায় পড়লে এখানে জানান